হংকং ধসে গেল সৌম্য-নাঈমের ব্যাটে

ক্রীড়া ডেস্ক: বোলিং দাপট শুরুতে সুমন খান দেখালেন । পরে ব্যাট হাতে সৌম্য সরকার আর মোহাম্মদ নাঈমের বাটিং তাণ্ডব চলল। এসিসি ইমার্জিং টিমস কাপে হংকংকে ৯ উইকেটের বড় ব্যবধানে গুড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবং সেটা ১৫৫ বল হাতে রেখে।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ‘বি’ গ্রুপের ম্যাচে বিকেএসপিতে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে হংকং। হারুন আরশাদ ৩৫, আজিজ খান ২৫ ও কিঞ্চিৎ শাহ করেন ২৪ রান।

বাংলাদেশের হয়ে সুমন খান ৩৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। ৩০ রান খরচায় দুটি উইকেট নেন মেহেদী হাসান।

জবাবে সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের ব্যাটিং দৃঢ়তায় এক উইকেট হারিয়ে ২৪.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ (১৬৬/১)।

আট চারে ৫২ বলে ৫২ রান নিয়ে নাঈম সাজঘরে ফিরলেও ৭৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৪ রানের হার না মানা দাপুটে এক ইনিংসে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন সৌম্য।

আইএনবি/বিভূঁইয়া