সৌদি থেকে ফেরত আসা কর্মীদের এজেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আইএনবি নিউজ: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সম্প্রতি সৌদি আরব থেকে একের পর এক কর্মী ফেরত আসছেন, সে খবর আমরাও পাচ্ছি। যেসব বেসরকারি এজেন্ট এসব কর্মীকে সৌদি কাজে পাঠিয়েছিল, সেসব এজেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

রোববার বিকেলে রাজধানীর রমনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ, সদ্য স্বাক্ষরিত বাংলাদেশ- সিশেলস শ্রম সহযোগিতা চুক্তির বিষয়ে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘সৌদি ফেরত শ্রমিকদের রিপোর্টে দেখা গেছে, তাদের যে এলাকায় কাজ দেওয়া হয়েছিল, তারা সে এলাকায় কাজ না করে ভিন্ন এলাকায় কাজ করছিলেন। ফলে তারা ওই দেশে অবৈধ হচ্ছেন এবং পরে তাদের বাংলাদেশে ফেরত আসতে হচ্ছে। তবে এ ফিরে আসার পেছনে অন্য কি কারণ আছে, তা আমরা তদন্ত করে দেখছি। আর যেসব বেসরকারি এজেন্ট এসব কর্মীকে পাঠিয়েছিলেন, তাদেরও খুঁজে বের করা হচ্ছে।’

আইএনবি/বিভূঁইয়া