সারাদেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে

আইএনবি নিউজ: রাজধানীসহ সারাদেশে প্রতি কেজি পেঁয়াজ ২২০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে । কারওয়ানবাজার, শুক্রাবাদ, ফার্মগেট, মিরপুর, মোহম্মদপুর, কৃষি মার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বাজারে এ দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ঢাকার বাইরে অন্যান্য জেলা উপজেলায় দূর্গাপুর , ভুঞাপুর, টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ী ২০০ থেকে ১৮০ টাকায় পেঁয়াজ কেনাবেচা হচ্ছে বলে জানা গেছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। জরিমানা করার খবরও পাওয়া গেছে। এরপরও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

টাঙ্গাইল জেলায় খুচরা বাজারে ২০০ টাকা এবং পাইকারি বাজারে ১৮০ টাকা দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।

দূর্গাপুরে আজ শুক্রবার পৌরবাজারের বিভিন্ন দোকানে ২২০ টাকা থেকে ২০০ কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। দোকানিদের বক্তব্য যা আজ শুক্রবার ২২০ টাকায় পৌঁছাবে। কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা জানান, উপজেলার সর্বত্র প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৩০ টাকা। যে পেঁয়াজ বৃহস্পতিবার সকালে বিক্রি হয়েছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকা, সেই পেঁয়াজই সন্ধ্যায় বিক্রি হয়েছে ২০০ টাকা থেকে ২৩০ টাকায়।

আইএনবি/বিভূঁইয়া