রাশিয়ার দোরগোড়ায় খোলা হচ্ছে ন্যাটোর সামুদ্রিক কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র, ব্রিটিশ ও ডাচ মেরিনদের প্রশিক্ষণ দিতে নতুন একটি ন্যাটোর যুদ্ধ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে নরওয়ে।

রুশ শহর মুরমানস্ক থেকে কয়েকশ কিলোমিটার দূরে নরওয়ের উত্তরাঞ্চলের সোরেইসা পৌরসভায় নতুন এই কেন্দ্র তৈরি করা হবে। ওই অঞ্চলের কাছে গুরুত্বপূর্ণ রুশ সামরিক ঘাঁটি অবস্থিত।

নতুন কেন্দ্রটিতে ন্যাটো কর্মীদের আর্কটিক পরিস্থিতিতে প্রশিক্ষণের পাশাপাশি স্থল, সমুদ্র এবং বিমান বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় উভচর আক্রমণে সহায়তা করবে।

ন্যাটোর উভচর যুদ্ধ কেন্দ্রটিতে কয়েকশ সৈন্য থাকবে। ২০২৬ সালে এটি পুরোপুরি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী বিয়র্ন আরিল্ড গ্রাম বলেছেন, সঙ্কট ও যুদ্ধে নর্ডিক দেশ এবং ন্যাটোকে রক্ষা করতে সক্ষম হওয়ার জন্য আমাদের অবশ্যই একসাথে প্রশিক্ষণ নিতে হবে।

তিনি বলেন, আমরা নরওয়েতে মিত্রদের উপস্থিতি বাড়াতে চাই। আরও প্রশিক্ষণ এবং অনুশীলন নরওয়েজিয়ান সুরক্ষার জন্য ভালো। আমাদের মিত্রদের নরওয়েজিয়ান জলবায়ু এবং আবহাওয়ার অবস্থার সঙ্গে পরিচিত হওয়া দরকার। প্রয়োজনে আমাদেরও একসঙ্গে অনুশীলন করতে হবে। এটি ন্যাটোর জন্য অত্যন্ত উপযোগী হবে।

নরওয়েজিয়ান সরকার ২০২৪ থেকে ২০৩৬ সাল পর্যন্ত সামরিক খাতে ৫৪ বিলিয়ন ডলার ব্যয় করার লক্ষ্য নিয়েছে। এটি প্রতিরক্ষা ব্যয়ের ঐতিহাসিক বৃদ্ধি। প্যাকেজের অংশ হিসাবে দীর্ঘ-পরিসরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনীকে এক থেকে তিনটি ব্রিগেডে প্রসারিত করতে চায় দেশটি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই সেপ্টেম্বরে সংকেত দিয়েছেন, মস্কো ওই অঞ্চলে ন্যাটোর সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা পরীক্ষা করে দেখবে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ন্যাটো কীভাবে আর্কটিকের সম্ভাব্য সংকট সম্পর্কিত মহড়া বাড়িয়ে তুলছে। আমাদের দেশ সামরিক, রাজনৈতিক ও সামরিক-প্রযুক্তিগত দিক থেকে তার স্বার্থ রক্ষায় পুরোপুরি প্রস্তুত।

 

আইএনবি/বিভূঁইয়া