আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি সন্ত্রাসবাদীরা কাশ্মীরের রাজৌরি অঞ্চল দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেসময় পাকিস্তানের দিক থেকে আসা গুলিতে শহিদ হন ভারতীয় সেনা বাহিনীর জুনিয়র কমিশনড অফিসার ।
ভারতের সেনা সূত্রে খবর, মঙ্গলবার নৌশেরা সেক্টরের কালাল অঞ্চলে ঘটেছে এই ঘটনা। এদিন যে ভাবে, ভারতীয় সেনা অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে, তা পাকসেনার কৌশলি পদক্ষেপ বলেই একটি সূত্রে দাবি করা হয়।
শুরুতেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে, কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট এলওসিতে গুলি চালিয়েছে পাকিস্তান। পাকসেনার শেলিংয়ে ফুল জেহান নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা জখম হয়েছেন। কাশ্মীরি ওই বৃদ্ধার বাড়ি গোহল তহশিলে। চিকিত্সার জন্য ওই বৃদ্ধাকে রাজৌরির হাসপাতালে ভরতি করা হয়।
সেনা সূত্রে খবর, পাকসেনা বিনাপ্ররোচনায় অনবরত গোলাগুলি চালাতে থাকায়, কাশ্মীরের অনেক বাচ্চাই, প্রাণের ঝুঁকি নিয়ে এলওসি লাগোয়া স্কুলে যেতে পারছে না।
বিগত সাত বছরের মধ্যে এবারই সবথেকে বেশি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান।
আইএনবি/বিভূঁইয়া