মিরপুরে একই পরিবারের তিনজনের লাশ

আইএনবি নিউজ: রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার দুপুরে ১৩ নম্বর সেকশনের বি-ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- বায়োজিদ (৪০), তার স্ত্রী অঞ্জনা (৩৫) এবং তাদের ছেলে মিরপুর কমার্স কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহান।

স্বজনরা ফোন দিয়ে তাদের না পেয়ে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, বায়েজিদকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এবং অন্যদের লাশ বিছানায় পড়ে থাকা অবস্থায় ছিল।

পুলিশ জানায়, ওই বাসায় একাধিক চিরকুট পাওয়া গেছে। বায়েজিদ ব্যবসা করতেন কিন্তু নানা কারণে ব্যবসায় লছ হচ্ছিল। এ অবস্থায় তার মধ্যে হতাশা দেখা দেয়। বুধবার রাতের কোনো একসময় স্ত্রী ও সন্তানকে খাবারের সাথে কিছু মিশিয়ে হত্যা করে বায়েজিদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

আইএনবি/বিভূঁইয়া