আইএনবি নিউজঃ বৃহস্পতিবার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতা কেউ করতে পারবে না এবং এ ধরনের আশঙ্কা নেই।
তিনি আরও বলেন, ‘রাজধানীসহ সারা দেশে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। পূজা মণ্ডপে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য ২৪ ঘণ্টা কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।একইসঙ্গে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আমরা প্রস্তুত আছি।’
আইএনবি/বিভূঁইয়া