আইএনবি নিউজ: করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ থাকছে দেশের দুই পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তানিয়া বেগম গণমাধ্যমকে (১৬ মে) এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কয়েক দফায় বেড়ে সেই ছুটি ৩০ মে পর্যন্ত হয়েছে।
সাধারণ ছুটি সরকার ঘোষণা করার পর পুঁজিবাজারও বন্ধ হয়ে যায়।
আইএনবি/বি.ভূঁইয়া