স্বাস্থ্য ডেস্ক: কিছু নবজাতকের অতিরিক্ত কান্নাকাটি করাটা স্বভাবজাত। এতে আতংকিত হওয়ার কিছু নেই। তবে যদি কোনও শিশু দিনের নির্দিষ্ট সময় একটানা তিন ঘণ্টার বেশি পরপর তিনদিন কিংবা সপ্তাহে তিনদিন করে তিন সপ্তাহের বেশি কান্নাকাটি করে তবে সেটা স্বাভাবিক ধরা হয় না। একে বলে ইনফ্যান্টাইল কোলিক।
আইএনবি/বিভূঁইয়া