দেশে আসছে ৬৮ লাখ টিকা

স্বাস্থ্য ডেস্ক: ফ্রান্স, সৌদি আরব ও পোল্যান্ড বাংলাদেশকে উপহার হিসেবে করোনাভাইরাসের আরও ৬৮ লাখ ডোজ টিকা পাদিচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ক্ষুদে বার্তায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী জঁ কস্তেক্স এই টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন।

এদিকে সৌদি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। এসব টিকা বাংলাদেশ বিনামূল্যে পাবে।

গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) এক দিনে ২৭ লাখ ৪৭ হাজার ৭২২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ছয় হাজার ৫৭৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৪১ হাজার ১৪৫ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে চার কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন। সবমিলিয়ে দেশে আট কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া