তাপসের আসনে আ.লীগের প্রার্থী মহিউদ্দিন

আইএনবি নিউজ: আওয়ামী লীগের প্রার্থী হিসিবে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।

ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১ মার্চ আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে অংশ নিতে সংসদ সদস্য পদ ছেড়ে দেন ফজলে নূর তাপস; ফলে এই আসনে আগামী ২১ মার্চ উপনির্বাচন হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া