আইএনবি নিউজ: বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নিশারুল আরিফ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, ডিএমপির যুগ্ন কমিশনার মো. আব্দুল কুদ্দুছ আমিন, ডিএমপির যুগ্ন কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশের বিশষে শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. হারুন-অর-রশিদ ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।
আইএনবি/বিভূঁইয়া