জ্বরের সময়ে ঠোঁটের কোণে ঘা ঘরোয়া উপায়ে প্রতিকার করেন

স্বাস্থ্য ডেস্ক: জ্বরের সময়ে অনেকেরই ঠোঁটের কোণে ঘা হয়। এই ঘা বা প্রদাহ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কী করে এই ঘা কমাবেন?

জ্বরের সময়ে হওয়া ঠোঁটের এই ঘা কমানোর অনেক রকমের ওষুধ পাওয়া যায়। যদিও ঘরোয়া উপায়েই এই ঘা কমানো সম্ভব।

• অ্যাপ্‌ল সিডার ভিনিগার আছে বাড়িতে? তা হলে নরম কাপড় এই ভিনিগারে ভিজিয়ে ঠোঁটের ঘায়ে লাগান। অল্প সময়েই প্রদাহ অনেক কমে যাবে।

আইএনবি/বিভূঁইয়া