জোড়া তালির রাস্তা….

বিশেষ প্রতিনিধি: বিজয়ের মাস ডিসেম্বর । দেশের যখন যে সরকার ক্ষমতায় থাকুক না কেন – প্রতি বছর না চাইলেও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস জাতীয় একটি দিবস পালন করেন।

রাজধানী ঢাকার মিরপুর মাজার রোডের এই একমাত্র রাস্তাটি হয়েই ক্ষমতাসীন ও বিরোধী দল সহ সকল প্রকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিশিষ্ট জনেরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসেন ।

মাজার রোড এর দ্বীতিয় কলোনির এই শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে !

আর তাই প্রতি বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের কাজের সফলতা দৃষ্টিগোচর করাতেই এই রাস্তাটির সংস্কার করেন। লোক দেখানোর এই ধরনের অস্থায়ী, নিম্নমানের, জোড়া তালির রাস্তা মেরামত করে কি লাভ। যা কিছুদিন পরই বেহাল অবস্থা সৃস্টি হবে। এখনও কি কেউ দেখার নাই ?

এলাকার সচেতন মানুষের মন্তব্য হলো, এভাবে রাস্তাটি জোড়াতালি না দিয়ে পুর্নাঙ্গভাবে অর্থ্যাৎ স্থায়ীভাবে যেন রাস্তাটি সংস্কার হরা হয়। তাহলে যেমনি জনগণের কস্টের লাগব হবে, তেমনি সরকারের অর্থের অপচয়ও রোধ হবে।

 

আইএনবি/বিভূঁইয়া