চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের জের ধরে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে শনিবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে সমন্বয়কদের বিরোধ সামনে আসে।
চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ সাংবাদিকদের জানান, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে ‘ডট গ্যাং’ নামে একটি গ্রুপের ছেলেরা বিকেলে আটকে রাখে। পরে খবর পেয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি।
এই ঘটনা নিয়ে রাসেল আহমেদ এবং তার সহযোগীরা শনিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন।
রাসেলের সংবাদ সম্মেলন শেষ করার সঙ্গে সঙ্গে একই ভেন্যুতে আবার সংবাদ সম্মেলন শুরু করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনিও সংবাদ সম্মেলন হান্নান মাসউদের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলন চলাকালে সমন্বয়কদের দুই গ্রুপে উত্তেজনা সৃষ্টি হয়। একটি পক্ষ রাফির বিরুদ্ধে স্লোগান শুরু করে। এক পর্যায়ে উভয়পক্ষে হাতাহাতি ও বিক্ষোভের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষ প্রেস ক্লাব চত্বর ত্যাগ করেন।
এ ঘটনায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আইএনবি/বিভূঁইয়া