গ্রামীণফোনকে সিম রিসাইকেলের অনুমতি দেয়নি বিটিআরসি

প্রযুক্তি ডেস্ক:রাজধানীর গুলশান হোটেল রোববার ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে কোম্পানির সিইও ইয়াসির আজমান এ কথা জানান।

ইয়াসির আজমান জানান, রিসাইকেলের জন্য প্রায় ৩০ লাখ সিম জমা হয়ে আছে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অনুমতি পাওয়া যায়নি। যদি আমরা এই সংকট কাটিয়ে উঠতে না পারি, তবে নতুন গ্রাহকদের কাছে সিম বিক্রিতে সমস্যার মুখোমুখি হবো। সেই সাথে গ্রাহকদের সিম নষ্ট হলেও রিপ্লেসমেন্টের জন্যও সিম পাওয়া যাবে না।

গত ৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনেই তিনি জানান, আমাদের হাতে কোনো সিম নেই। খুচরা বিক্রেতাদের হাতে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হলে আর সিম পাওয়া যাবে না।

উল্লেখ্য বিটিআরসি ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা দাবি করে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল একটি চিঠি দিলে সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় প্রতিষ্ঠানটি।

আইএনবি/বিভূঁইয়া