কাশ্মীরে সন্ত্রাসীদের মদদ দেয়ার চেষ্টা করছে পর্দার আড়াল থেকে কেউ

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ‘পর্দার আড়াল’ থেকে কেউ সেখানে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

তিনি বলেন, কেন্দ্র ওই রাজ্যের বিশেষ মর্যাদাকে বাতিল করার পর থেকেই সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দাদের হাতে তথ্য এসেছে। তার ভাষায় ‘পর্দার আড়াল থেকে কেউ কেউ জঙ্গিদের হয়ে কাজ করছে। এদের কিছু আছে পাকিস্তানে, কিছু পাকিস্তানের বাইরে এবং পাক অধিকৃত কাশ্মীরে।’ আনন্দবাজার, এনডিটিভি নিউজ।

তিনি আরোও বলেন, তারা লাগাতার চেষ্টা চালাচ্ছে জম্মু ও কাশ্মীরের শান্ত পরিবেশকে ব্যাহত করার জন্য। বিশেষ মর্যাদা বাতিল করার পরে, আমরা বারবার এই ধরণের তথ্য পাচ্ছি যে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীরা এই দেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।
সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ করানোর জন্যেই রোববার পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় সেনার চৌকি লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া