নিজস্ব প্রতিনিধি: প্রশাসনে দায়িত্বরত বিভিন্ন দপ্তরে চাকুরী করা মানে এই নয়, তারা দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করছে। তারাও ইসলাম ধর্ম বিরোধী, এমনটা ভাবা কারোরই ঠিক না। দেশের মানুষের জান-মালের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অহেতুক জনরোষে পরে প্রাণ হারিয়েছে, অনেক পুলিশকর্মকর্তা, এমন প্রমান বহু আছে। তেমনি একজন দেশপ্রেমিক সৈনিক আসাদুজ্জামান শিশির এর ওয়াল থেকে একটা লেখা হুবুহু তোলে ধরা হলো। প্রসঙ্গগত গত কয়েক দিনে দেশের ভিতরের সহিংসতা নিয়ে তার আবেগময় লেখা..।
গাড়ি ভাঙচুর করে, আগুন লাগিয়ে, মানুষের জান মাল হরণ করে ধর্ম রক্ষা হয় না, দেশ প্রেম হয় না। পুলিশ বাধা দিচ্ছে মানে পুলিশ মালায়ুন নয়। পুলিশ দেশের মানুষের জন মাল রক্ষার চেষ্টা করছে। আপনাদের নানা ভাবে এই সহিংসতা থেকে বিরত রাখার চেষ্টা করে যাচ্ছে পুলিশ। এরপরও আপনারা ধ্বংস যজ্ঞ চালিয়েই যাচ্ছেন। যদি পুলিশ এই চেষ্টা টুকু না করত তাহলে তো আপনারা সারা দেশেই আগুন লাগিয়ে দিতেন। ধর্মের দোহাই দিয়ে কাছে মসজিদ থাকতে রাস্তায় নামাজ পড়ছেন দল বেঁধে। এটা কার জন্য! আল্লাহর জন্য নামাজ পড়লে তো মসজিদেই পড়তেন। পাশেই মাদ্রাসা থাকতে অবুঝ শিশুদের রাস্তায় বসিয়ে কোরআন পাঠ করাচ্ছেন। ওই শিশুরা কি বুঝে যে আপনারা ধর্মের নামে ঘৃণ্য রাজনীতিতে নেমেছেন, দেশ কে ধ্বংসের পাঁয়তারা করছেন। আজ আপনাদের বড় বড় নেতাদের সন্তান রা কেনো রাস্তায় নেমে জীবন দিচ্ছে না , সে প্রশ্ন করুন।
বিদ্র:
আমাকে ধর্মের দোহাই দিয়ে অনেক গালাগালি করুন আমি কোন প্রতিবাদ করব না।
আইএনবি/বিভূঁইয়া