শেয়ার বেচবে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজার ডেস্ক । ৭ অক্টোবর, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণprint this page
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের উদ্যোক্তা এম.এ কাশেম শেয়ার বেচার ঘোষণা দিয়েছে।
ncc bank
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এম.এ কাশেম ৩ লাখ শেয়ার বেচবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৫৪ লাখ ৯৫ হাজার ৩৭৩টি শেয়ার আছে।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে উল্লেখিত শেয়ার বেচা যাবে।