যুবলীগ থেকে সম্রাট-আরমান বহিষ্কার

আইএনবি নিউজঃ
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী দক্ষিণ যুবলীগের সহ সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রয়েছে। এছাড়াও রাজধানীর ক্লাবপাড়ায় ক্যাসিনো ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগও উঠেছে এই যুবলীগ নেতা সম্রাটের।

রোববার সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে রোববার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে থেকে তাদেরকে আটক করে র‍্যাব। র‍্যাব সূত্র জানায়, আটকের পর টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর কার্যালয়ে তাদেরকে আনা হয়েছে। সেখানে সম্রাটকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপর তাকে থানা পুলিশে হস্তান্তর করা হবে।

আইএনবি/বিভূঁইয়া