দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আইএনবি নিউজ: দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে সন্ধ্যায় দুলাল নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে নিজ দোকানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল দুই ছেলেমেয়ের বাবা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সিবাড়ির মালেক সর্দারের ছেলে দুলাল ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান।

রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়। ওইদিন রাতে আফ্রিকার অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। বাধা দিলে সন্ত্রাসীরা মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আইএনবি/এনএম