দেশের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রেফতার

আইএনবি নিউজঃ সংযুক্ত আরব আমিরাতে দেশের শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ গ্রেফতার হয়েছেন।

গত মঙ্গলবার রাতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জিসানের গ্রেফতারের বিষয়টি আমি অসমর্থিত সূত্রে শুনেছি। কিন্তু বিস্তারিত এখনও জানি না।’

এদিকে, পুলিশ সদর দফতরের এনসিবি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) মহিউল ইসলাম উদ্ধৃতি দিয়ে দেশের একাধিক গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে।

তিনি বলেছেন, ‘ইন্টারপোলের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। তারা জানিয়েছে যে, জিসানকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশ কর্মকর্তা আরও জানান, দুবাই কর্তৃপক্ষ তাকে (জিসানকে) যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক অভিযানে অবৈধ ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িতদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জিসান সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

পুলিশ সূত্র বলছে, জিসান ইন্টারপোলের তালিকাভুক্ত আসামি। বাংলাদেশে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেফতার নিয়ে কয়েক দফা চিঠি চালাচালিও হয়। ধারণা করা হচ্ছে, ইন্টারপোলের তথ্যের ভিত্তিতেই দুবাই পুলিশ জিসানকে গ্রেফতার করে থাকতে পারে।

আইএনবি/বিভূঁইয়া