আইএনবি নিউজঃ কয়েকদিনের ব্যবধানে কমেছে মুরগি ও ডিমের দাম। একই সঙ্গে কিছুটা কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। তবে নতুন করে বেড়েছে সবজির দাম। অন্যদিকে স্থিতিশীল রয়েছে মাছ-মাংস, চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।
বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর, মতিঝিল এজিবি কলোনি এবং কমলাপুর কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, গত বৃহস্পতিবার ১০০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা দরে।
বুধবার ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এ দিন বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায়। বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯৫ টাকা দরে। যা বুধবার বিক্রি হয়েছিলো ১০০ টাকার বেশি দামে।
আইএনবি/বিভূঁইয়া