আইএনবি নিউজ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ঘোষণা করা হয় শেখ ফজলে নূর তাপসকে। তাপস শেখ ফজলুল হক মনির ছেলে। ঢাকা-১০ (ধানমণ্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট) আসন এর সংসদ সদস্য ছিলেন। পরে তিনি রোববার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একজন সংসদ সদস্য ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি ‘দৈনিক বাংলার বাণী’ পত্রিকার প্রকাশক ও সুপ্রিমকোর্টের আইনজীবী।
২০০৯ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত শেখ ফজলে নূর তাপস। এ নির্বাচনে তিনি পরাজিত করেন বিএনপির শক্তিশালী প্রার্থী খন্দকার মাহবুব উদ্দিন আহমেদকে। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ননির্বাচিত হন তাপস। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে জাতীয় নির্বাচনে শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী আবদুল মান্নান পরাজিত করে বিজয়ী হয়।
আইএনবি/বিভূঁইয়া