রাজাকার তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি

আইএনবি নিউজ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন রাজাকারের তালিকা প্রকাশে ৬০ পয়সাও খরচ হয়নি ।

রাজাকারের তালিকা বাতিলের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেছেন, ‘তালিকা প্রণয়ন বা প্রকাশে ৬০ কোটি নয়, ৬০ পয়সাও খরচ হয়নি। যারা এ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন, তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আব্দুল গণি রোডস্থ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগামী ২৬ মার্চ রাজাকারের একটি স্বচ্ছ এবং নির্ভুল তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশের বিষয়ে শিগগিরই একটি বৈঠক করে গাইড লাইন তৈরি করা হবে। সবার মতামতের ভিত্তিতে সঠিক তালিকা প্রণয়ন করে তা প্রকাশ করা হবে। এরপর নির্ভুল তালিকা প্রকাশ করা হবে।’

আইএনবি/বিভূঁইয়া