নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ। আজ সোমববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মৎসজীবি লীগ কেন্দ্রীয় কমিটি। দলীয় নেতাকর্মীদের নিয়ে সংগঠনটির সভাপতি সাইদুর রহমান ও সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি এ শ্রদ্ধা জানান। এসময় সংগঠনটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবুল বাসার, সহসভাপতি আব্দুল গফুর চৌকদার, সহ সভাপতি মোহাম্মদ আলম, সহসভাপতি নুরে আলম রবু, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, কেন্দ্রীয় নেতা মোঃ ইউনুস, মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, মোঃ শফিউল আলম শফিক, রসুল সিদ্দিকী রিপন, মোঃ মামুন সিদ্দিকী প্রমু্খ উপস্থিত ছিলেন।
আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাই আজকের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মৎস্যজীবি লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।
সভাপতি সাইদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ পৃথিবীর বুকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।