সিলেট প্রতিনিধি:সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনে। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতরা সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) করে জাফলং যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে জাফলংয়ে পিকনিকে যাচ্ছিলেন তারা। তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় পৌঁছামাত্র প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হন। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
আইএনবি/বিভূঁইয়া