বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের আন্দোলন

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামক একটি পোশাক কারখানার প্রায় ২ শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে বলে জানা গেছে।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ শ্রম ভবনের সামনে এ আন্দোলন করে শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের মানুষই মনে করে না। তারা শুধু এসি রুমে বইসা আরাম করে, আর আমরা আমাদের ন্যায্য আদায়ের জন্য দিনের পর দিন আর রাইতের পর রাইত রাস্তায় বইসা থাকি। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বকেয়া না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা শ্রম ভবনের সামনেই বইসা থাকমু।’

এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাহতাব উদ্দিন শহীদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে কোনো রকম তালবাহানা চলবে না। দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে এ আন্দোলন আরও কঠোরতর রূপ ধারণ করবে। যতক্ষণ পর্যন্ত বকেয়া বেতন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সব শ্রমিক শ্রম ভবনে অবস্থান করবেন।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসের বেতন পরিশোধ করতে না পারার কারণে গত ২৪ সেপ্টেম্বর থেকে ফ্যাক্টরি বন্ধ রেখেছেন কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের আগস্ট মাসের বেতন গত ০৭ অক্টোবর পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা ফ্যাক্টরিতে ভাঙচুর করে।

আইএনবি/বিভূঁইয়া