আইএনবি ডেস্ক: দ্বীন-দেশ-গণতন্ত্র-জীবনের স্বাধীনতা-নিরাপত্তার অধিকার রক্ষায় অবৈধ ক্ষমতাবাজ চক্র উৎখাত ও অন্তর্বর্তী পরিষদ ভেঙ্গে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
শনিবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে গণ-অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসান ঘটানো হলেও নতুন দায়িত্ব নিয়ে জনগণের অধিকারকে গুরুত্ব না দেয়ায় অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চান তারা।
তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার যে প্রত্যাশা নিয়ে জনগণ আন্দোলনে নেমেছিল সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে বলেই সকল রাজনৈতিক দলের অধিকার রক্ষা করছে না এই সরকার। দাবি করেন, জঙ্গিবাদকে মদদ দিচ্ছে বর্তমান সরকার।
পরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে গেলে প্রেসক্লাবের সামনেই আটকে দেন পুলিশ। এদিকে প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপি পাঠানোর কথা বলে বিক্ষোভ মিছিল এবং বঙ্গভবন অভিমুখে যাত্রার ইতি টানেন তারা।
আইএনবি/বিভূঁইয়া