আশুলিয়ায় ফ্ল্যাট থেকে শিশুসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় উত্তর ভাদাইল এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন এম এ হাসান বাচ্চু, তার স্ত্রী স্বপ্না বেগম ও তাদের ৪ বছরের সন্তান মোছা. জান্নাতী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার তাদের মরদেহ উদ্ধার হয়।

স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে র‍্যাব।

স্থানীয়রা জানায়, বাচ্চু ও তার স্ত্রী-সন্তানসহ নিজ বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে বাঁচাও বলে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা ছুটে গিয়ে বাচ্চুর দরজা ভেঙ্গে ভেতরে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী ইয়াসমিন আক্তার বলেন, সকাল ১০ টার দিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরেন স্বপ্না বেগম। ফ্ল্যাটে বাচ্চু ছিলেন। স্বপ্না ছোট মেয়েকে নিয়ে ফ্ল্যাটে ঢোকার কিছু পরই পাশের কক্ষ থেকে তাদের বড় ছেলে কক্ষের দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে চিৎকার শুরু করে। এ সময় আমি প্রতিবেশীদের সহায়তায় বাচ্চুর কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি। বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার উপর পড়ে থাকতে দেখি। এ সময় বিছানার জাজিমে আগুনের সঙ্গে ধোয়া বের হচ্ছিলো।

তিনি আরও বলেন, তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই কলহের জেরেই তারা মারা গেছে বলে ধারণা করছি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ভাদাইলে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া