নড়াইলে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মাছের ঘেরে ডুবে তিন্নি (৫) তানহা (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শিশু দু’টি বাহিরগ্রামের নূর জালাল মোল্যার সন্তান।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাবা ও মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দুরে এগিয়ে যান। এ সময় সন্তানদের ঘের পাড়ে রেখে তাদের মাও বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় বাড়িতে না আসায় সন্তানদের খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পরিবারের লোকজন মাছের ঘের থেকে শিশু সন্তানদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

আইএনবি/বিভূঁইয়া