আইএনবি ডেস্ক::আজ বৃহস্পতিবার দেশে পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকাদান শুরু হচ্ছে । পরিস্থিতি পর্যবেক্ষণের পর চলতি মাসের শেষ সপ্তাহে তাদের গণহারে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে শুধু সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম চললেও পর্যায়ক্রমে সারাদেশের জেলা-উপজেলায় শুরু হবে।
আজ দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা গত ৩০ জুলাই দেশে আসে। এর আগে সরকার গত এপ্রিলে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুর সংখ্যা দুই কোটি ২০ লাখ।
আইএনবি/বিভূঁইয়া