আইএনবি প্রতিবেদক: সচিবালয়ের পশ্চিম পার্শ্বের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির ট্রাকের সামনে আজ (৩ নভেম্বর) সকাল ১১টা থেকে দীর্ঘ লাইন দেখা যায়।
১১ টা থেকে দেয়ার কথা থাকলেও ক্রেতাদের লাইন ধরতে দেখা যায় সারে দশটা থেকে। ক্রেতাদের অভিযোগ প্রথম কয়েকজন দুই কেজি করে নিলেও এখন এক কেজি করে দিচ্ছে। এই বিষয়ে পরিচালক বাপ্পীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন পেঁয়াজ আমাদের দেয়া হয়েছে ১০০০(এক হাজার) কেজি আর এখানে যে লাইন আছে ১ ঘন্টায় তিন হাজার কেজি দিলেও শেষ হয়ে যাবৈ, বরাদ্দ বাড়ালে আমাদের বেশি দিতে সমস্যা নেই,তাই তিনি পেঁয়াজের বরাদ্দ বাড়ানোর দাবি করেন।
আইএনবি/জে এম/বিভূঁইয়া