বিনোদন ডেস্ক: কমেডিয়ান অভিনেতাদের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম গোবিন্দ। বলিউডের এই অভিনেতা দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন ।
‘তান বাদান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রধান নায়ক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছেন গোবিন্দ।
অভিনয় জগতে আসার আগে ও পরে অনেক তারকাই তাদের নাম পরিবর্তন করে থাকেন। একই ঘটনা ঘটেছে গোবিন্দর ক্ষেত্রেও। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়ে এমনটাই জানালেন তিনি।
এ প্রসঙ্গে গোবিন্দ বলেন, ‘গোবিন্দ নামটির আগে ছয়বার নাম পরিবর্তন করেছি। গোবিন্দ আহুজা, গোবিন্দ রাজ, রাজ গোবিন্দ ও অরুণ গোবিন্দ এমন নাম রেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত গোবিন্দ নামটিই আমার জন্য সৌভাগ্য বয়ে আনে।’
আইএনবি/বিভূঁইয়া