আইএনবি নিউজ: বিতর্কিত ক্ষমতাসীণ দল আওয়ামীলীগের সাবেক ও বর্তমান মন্ত্রী-এমপি এবং দলীয় নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। সরকারি এ দলটি জানান দিয়েছে, গত উপজেলা নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছে এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলে বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় পড়েছে তাদের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয়। ইতোমধ্যে নজিরবিহীন শুদ্ধি অভিযান শুরুর মধ্যদিয়ে কঠোর অবস্থানের বিষয়টি জানান দিয়েছে তারা।
অনেকেই নজরদারিতে আছেন। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ এবং এর আগে সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ওই কাউন্সিলে বিতর্কিত নেতা-মন্ত্রীরা যাতে কোনোভাবেই ঠাঁই না পায় সে ব্যাপারেও সতর্ক রয়েছে দলটির হাইকমান্ড। শুধু তাই নয়, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েক জনকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আইএনবি/বিভূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূঁইয়া