বৃহস্পতিবার খোকার সম্মানে বন্ধ থাকবে ডিএসসিসির সব কার্যক্রম

আইএনবি নিউজ: আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগর ভবন প্রাঙ্গণে বিএনপি নেতা ও অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এদিন পূর্ণ দিবস ডিএসসিসি অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে।

বুধবার ডিএসসিসির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে কর্পোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিএসসিসির পক্ষ থেকে খোকার জানাজায় সর্বসাধারণের উপস্থিতির জন্য আহ্বান জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া