আখাউড়া প্রতিনিধি:রপ্তানি শুরুর মধ্য দিয়ে আবারও কর্মমুখর হয়ে উঠেছে স্থলবন্দর। ঈদুল আজহার ছুটি শেষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ জুলাই থেকে বন্দরে ছয় দিনের ছুটি শুরু হয়। ছুটি শেষে আজ বুধবার থেকে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে ভোজ্য তেল, সিমেন্ট ও খাদ্য সামগ্রীবোঝাই কয়েকটি ট্রাক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেছে।
আখাউড়া স্থলবন্দরটি মূলত রপ্তানিমুখী। এ বন্দর দিয়ে বিভিন্ন সময় সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা, মাছ, খাদ্য সামগ্রীসহ ৩০টির বেশি পণ্য রপ্তানি হয় ভারতে।
আইএনবি/বি.ভূঁইয়া