আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে বৃহস্পতিবার সোফিয়ান জেলার চিত্রাগমে জঙ্গিরা আপেল সরবরাহ করতে যাওয়া দুই ট্রাক চালককে গুলি করে হত্যা করেছে। কয়েকটি ট্রাকেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন আরেক ট্রাক চালক।
পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, নিরাপত্তা বাহিনীকে না জানিয়ে ভিতরে ঢুকেছিলেন ট্রাক চালকরা।
তিনি জানান, দুই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ট্রাক চালককে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভীতির সঞ্চার করতে এবং বাণিজ্যে ব্যাঘাত ঘটাতে বাইরের রাজ্য থেকে আগত শ্রমিকদের টার্গেট করছে জঙ্গিরা।
আইএনবি/বিভূঁইয়া