হাত-পা বাঁধা অবস্থায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার

কালকিনি প্রতিনিধি:মাদারীপুরের ডাসার উপজেলায় বাড়ির পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আ. আজিজ হাওলাদার (৬০) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, আ. আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলে রাত ১০টা পর্যন্ত তিনি চা বিক্রি করেন দোকানে। কিন্তু দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামেররাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্বজনরা জানান, মো. আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি কিছু সুদের টাকার লেনদেন করতেন। তবে স্বজনের দাবি, তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।

এদিকে নিহতের বড় ভাই আব্দুল গণি হাওলাদার বলেন, ‘আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে মেরেছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই।’

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বাড়ির পাশের রাস্তা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া