নিজস্ব প্রতিবেদক
চলতি (২০১৯-২০) অর্থবছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি তার আগের মাস আগস্টের চেয়ে ২ কোটি ৩৭ লাখ ডলার বেশি।ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪৫১ কোটি ৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছিল ৩৮৬ কোটি ৮৯ লাখ ডলার। এই হিসাবে প্রথম ৩ মাসে রেমিট্যান্স বেড়েছে ৬৪ কোটি ডলার।