সিরিয়ায় হামলার অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন সিরিয়ায় হামলার জন্য তুরস্ককে যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মার্কিন সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন ।

পম্পেও বলেন, মার্কিন বাহিনীকে সিরিয়া থেকে প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি।

সিরিয়ায় কুর্দি বাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলে তুরস্কের বিমান হামলার প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তুরস্ককে আক্রমণ চালানোর জন্য অনুমতি দিয়েছে বলে যে কথা জানানো হয়েছে তা একেবারেই মিথ্যা।

আরেকদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে এ অভিযান চালানো হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া