সিএনজি মালিক-শ্রমিকরা ৭২ ঘন্টার ধর্মঘটে যাচ্ছে

আইএনবি নিউজ: ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৭২ ঘন্টার ধর্মঘট ডেকেছে। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভা থেকে এ কর্মসূচী ঘোষণা করেন পরিষদের নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু জানান, রাইড শেয়ারিংয়ের নামে পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে। অথচ গ্যাসের মূল্য চার দফা বৃদ্ধি সিএনজি অটোরিকশার মিটারে ভাড়ার মূল্য বাড়েনি। তাই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি দাবি উপস্থাপন করা হয়। এসব হলো, রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়িগুলোর তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা করা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বৃদ্ধি করা।

আইএনবি/বিভূঁইয়া