নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৯ সেম্টেম্ভর রবিবার সংবাদ বিডি ২৪ ডটকম এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী’র তৃতীয় মৃত্যু বার্ষিকি ।
এ উপলক্ষ্যে আজ ২৭ সেপ্টেম্ভর শুক্রবার জুমাহবাদ ঢাকার মিরপুর মাজার রোড দ্বিতীয় কলোনির সবচেয়ে পুরাতন মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা।এ দোয়া অনুষ্ঠানে প্রায় দুই হাজার লোক অংশ করেছেন।
শুভানুধ্যায়ী সকলের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক এম রহমান অপু এবং ‘জনতার মঞ্চ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আইএনব ‘র সিনিয়ির ষ্টাফ রিপোর্টার (সাংবাদিক), লেখক এমডি বাবুল ভূঁইয়া |
উল্লেখ্য, তিন বছর পূর্বে নরসিংদী’র এক মসজিদে আসর এর নামাজ কায়েম এর জন্য অযু করে মসজিদে প্রবেশ মুহূর্তে সাংবাদিক জুলফিকার আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) ।