সমুদ্রসীমা রক্ষায় ১৮টি দেশ একসাথে কাজ করবে : কোস্টগার্ড ডিজি

আইএনবি নিউজ: ‘হেডস অফ এশিয়ান কোস্টগার্ড এজেন্সিস’-এর ১৫তম মিটিংয়ে সমুদ্রসীমা রক্ষায় ১৮টি দেশ একসাথে কাজ করার সিদ্ধান্ত হয়েছে

শ্রীলংকায় অনুষ্ঠিত গতকাল শুক্রবার ৪ দিনব্যাপী সভা শেষে বাংলাদেশে ফিরে এসব কথা জানিয়েছেন কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল এম আশরাফুল হক।

গত সোমবার শ্রীলংকায় যান কোস্টগার্ড ডিজি ৩ সফরসঙ্গী নিয়ে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চীফ অফ ডিফেন্স স্টাফ এডমিরাল রভিন্দ্র ওয়াইজেগুনারাত্মে। ১৮টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উক্ত সভায় অংশগ্রহন করে।

শুক্রবার কোস্টগার্ড সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, মালেশিয়া, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, বাহরাইন, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনাম, সহযোগী সদস্য রিক্যাপ-আইএসসি ও তিনটি পর্যবেক্ষণ সংস্থা বালি প্রসেস, ফ্রান্স, ইউনোডিসির প্রতিনিধিরা ওই সভায় অংশগ্রহন করে।

আইএনবি/বিভূঁইয়া