সব ধরনের অশুভ তৎপরতার দাতভাঙ্গা জবাব দিতে হবে

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ক্যাসিনোর সাথে কোন সংগঠন জড়িত নয়, জড়িত কতিপয় ক্লাবগুলো। এর সাথে জড়িতদের দায় আওয়ামী লীগ বা যুবলীগ নেবে না।

অপরাধ অপরাধই, যারা অপরাধের সাথে জড়িত সে আওয়ামী লীগ বা অন্য যে কোন দলেরই হোকনা কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে। তাদেরকে শাস্তি পেতেই হবে। এর কোন বিকল্প নেই।

মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করে হানিফ বলেন, বিএনপি রাজাকার যুদ্ধাপরাধীসহ স্বাধীনতা বিরোধী সকল শক্তিকে এক প্লাটফরমে নিয়ে উন্নয়ন অগ্রগতিতে বাধা দিতে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাষ্ট্রক্ষমতায় থাকতেও এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো। সুযোগ পেলেই এরা বিষধর সাপের মত ছোবল দেবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সোনার বাংলা প্রতিষ্ঠায় আগামীতে যে কোন ধরনের অশুভ তৎপরতার দাতভাঙ্গা জবাব দিতে হবে, সকল অশুভ তৎপরতার কবর রচনা করতে হবে।

শহরের ইসলামীয়া কলেজ মাঠে দীর্ঘ ৭ বছর পর উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া শহর আওয়মী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।

আইএনবি/বিভূঁইয়া