সবজির দাম এখনও নিয়ন্ত্রণহীন

আইএনবি নিউজ: কারওয়ান বাজারের কাঁচা পণ্যের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে বাজারে এসে নিত্য প্রয়োজনীয় কাঁচা তরিতরকারি কিনতে হিমসিম খাচ্ছেন নগরবাসী।

পাইকারি বাজারের চাইতে খুচরা বাজারে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। মগবাজার, পলাশি, নিউ মার্কেটে কাঁচা মরিচ ১৮০, করোলা ৮০, গাজর ৯০, টমেটো ১২০, পটল ৬০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৭০, লতি ৬০, মূলা ৬০, উস্তা ৬০, পেপে ৫০, ঢেড়শ ৬০ টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে।

সাইজ ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা করে। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা করে।

বাজারগুলোতে আলুর দাম কিছুটা কমেছে। খুচরা বাজারে এখনো আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। যদিও নির্দেশনা আছে ৩০ টাকা করে আলু বিক্রি করার। তবে আরও দুই দিন সময় আছে ব্যবসায়ীদের হাতে। ব্যবসায়ীরা বলছেন, আড়তে দাম কমলে পাইকারি ও খুচরা বাজারেও আলুর দাম কমবে।

আইএনবি/বি.ভূঁইয়া