আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিল কর্তৃক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন।
শেখ খলিফা ২০০৪ সালের ৩ নভেম্বর সুপ্রিম কাউন্সিল কর্তৃক পেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে চতূর্থবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহায়ানের ছিলেন শেখ খলিফার বাবা। প্রয়াত শেখ জায়েদ ১৯৭১ সাল থেকে ২০০৪ পর্যন্ত দেশটির প্রেসিডেনট ছিলেন। তার মৃতূর পর আরব আমিরাতের দ্বীতীয় প্রেসিডেন্ট হন শেখ খলিফা। শেখ জায়েদ বিশ্ব দরবারের একজন সফল নেতা। প্রয়াত প্রেসিডেন্ট জায়েদের মতো পুনরায় নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ খলিফা একজন সফল রাষ্টনায়ক। বিশ্ব দরবারে তিনি গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর নেতাদের একজন। সূত্র- খোজেজ টাইমস
আইএনবি/বিভূঁইয়া