শিক্ষকের বাসায় পাওয়া গেল ৩০৩ বোতল ফেনসিডিল

বরিশাল প্রতিনিধিঃ পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে মশিউর রহমান শুভ নামে সদর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে ৩০৩ বোতল ফেনসিডিলসহ তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল গত রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল গত রবিবার রাত ৮ টা থেকে শিক্ষক মশিউরের বাসা ঘিরে রাখে। এরপর তার বাসায় ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। পরে রাত ১১টার দিকে মশিউরের ঘরের খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তার বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করেন।

সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া