রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : ২৫ জানুয়ারি, শনিবার, বিকেল ৩টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা-১০০০-এ অনুষ্ঠিত হয়েছে “ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন ২০২৫।” “যে দেশে গুণির কদর নাই, সে দেশে গুণির জন্ম হয় না” শ্লোগানে উজ্জীবিত এই সম্মেলনটি আয়োজন করেছে জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা পরিবার ।

সম্মেলনটি দেশের প্রথিতযশা সাহিত্যিক, কবি, লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এক অভূতপূর্ব মিলনমেলায় পরিনত হয়। আগত অতিথিগণ সাহিত্য ও সংস্কৃতির বর্তমান চ্যালেঞ্জ এবং এর উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন। দেশীয় সাহিত্যচর্চার প্রসারে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পায়।
গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.নাজিম উদ্দিন আল-আজাদ (সাবেক মন্ত্রী : ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়; চেয়ারম্যান: বিএলডিপি। সম্মেলনের
উদ্বোধন করেন, আন্তর্জাতিক কবি ও গবেষক ড.এস এম শাহনুর, সাহিত্য সম্পাদক : দৈনিক ঐশী বাংলা। উপস্থিত থাকবেন, অনুষ্ঠান সারথী হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: হাসিবুর রহমান, প্রধান উপদেষ্টা : দৈনিক ঐশি বাংলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সূফী এ. আর. এম. মুহিউদ্দীন খান ফারুকী, সম্পাদক ও প্রকাশক : দৈনিক ঐশী বাংলা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন : সৈয়দ আব্দুল হাদী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত সংগীত শিল্পী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম (বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী)। বিশেষ অতিথি : চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী (সভাপতি : অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)। বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক (সভাপতি : প্রগতিশীল সাহিত্য সংঘ)। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন – আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন (চেয়ারম্যান : ইমরুল ইন্টারন্যাশনাল সোর্সিং এন্ড অ্যাপারেল), দেবাশীষ রঞ্জন সরকার (মহাসচিব : অল ব্রডকাস্টার্স কমিউনিটি(এবিসি)। ইকবাল বাহার জাহিদ (প্রতিষ্ঠাতা: নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন), মো: ফজলুল করিম মিঠু মিয়া (সমাজসেবক ও শিক্ষানুরাগী)। আবু দাউদ মোঃ আব্দুর রব (যুগ্ম-পরিচালক (অব:), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা)। সোহেল আহমেদ খান (সমাজসেবক ও রাজনীতিবিদ), লোকমান হোসেন পলা (সাধারণ সম্পাদক, কসবা প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া), মোঃ আবুল হাসেম (উপদেষ্টা: দৈনিক ঐশি বাংলা)।

সম্মাননা ও পুরস্কার বিতরণ
সাহিত্য সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলো- ঐশী বাংলা গুণিজন সম্মাননা ও সাহিত্য পুরস্কার-২০২৫ । দেশের খ্যাতিমান সাহিত্যিক ও সৃজনশীল ব্যক্তিত্বদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। এটি কেবল সম্মাননা নয়, বরং নতুন প্রজন্মের লেখকদের অনুপ্রেরণার ক্ষেত্র তৈরি হবে বলেও মনে করছেন আয়োজকরা।

এ বর্ণাঢ্য আয়োজনে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার সমারোহ ঘটে। দেশের সাহিত্যপ্রেমী জনগণ ও তরুণ প্রজন্মের জন্য এটি এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। আয়োজকরা বিশ্বাস করেন, এ আয়োজন সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা উন্মোচন করবে।
দেশীয় সাহিত্যচর্চার বিকাশ এবং সৃজনশীল মানসিকতার প্রসারে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫ একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী ।

আইএনবি/বিভূঁইয়া