আইএনবি নিউজঃ
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে র্যাব। ক্যাসিনোকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি সম্রাট। এ সময় তার সহযোগী ক্যাসিনো আরমানকেও আটক করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারওয়ার বিন কাশেম তাদের আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫ টায় কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-পুলিশ সূত্রে বলছে, ক্যাসিনোকাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারাই সম্রাটের নাম বলছেন।
যুবলীগের ঢাকা দক্ষিণের এই সভাপতি ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পরই লাপাত্তা হয়ে যান। তাকে না পেলেও তার ডান হাত হিসেবে পরিচিত রাজধানীর ইয়ংমেন্স ক্লাব মালিক ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেন ।
আইএনবি/বিভূঁইয়া